নদীমাতৃক বাংলাদেশের নদ-নদী ও পরিবেশ সুরক্ষার অতন্দ্রপ্রহরী সমাজকর্মী উৎপল গুহ রনি (তিতাস নদী) কে’ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা থেকে নদী নিরাপত্তার সামাজিক সংগঠন নোঙর এর সম্মানিত সদস্য মনোনীত করা হয়েছে।
নদী ও পরিবেশ নিরাপত্তার সামাজিক সংগঠন ‘নোঙর’ প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন শামস আজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছেন।
‘নোঙর’ সমাজকর্মী উৎপল গুহ রনি এর সুদীর্ঘ জীবন ও সাফল্য কামনা করছে।
দেশজুড়ে নদী ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে সারা দেশের নদী যোদ্ধাদের সংগঠিত করার উদ্দেশ্যে দেশব্যাপী ইতিমধ্যেই জেলা কমিটি গঠন করার কাজ শুরু করেছে।
১. ঢাকা ২. খুলনা ৩. চট্রগ্রাম ৪. রাজশাহী ৫. বরিশাল ৬. সিলেট ৭. রংপুর ৮. ময়মনসিংহ বিভাগের কমিটির পাশাপাশি ৬৪ জেলার নদী প্রকৃতি সুরক্ষার লক্ষ্যে তরুণদের সমন্বয়ে এই জেলা কমিটি গঠন প্রক্রিয়ার ধরাবাহিকতা অব্যাহত থাকবে।
নদীমাতৃক দেশের নদী ও পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসুন, নোঙর পতাকা তলে একতাবদ্ধ হোন।
নোঙর-ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলা থেকে সম্মানিত সদস্য মনোনিত হয়েছেন সমাজকর্মী উৎপল গুহ রনি।
One Reply to “নোঙর-ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা থেকে সম্মানিত সদস্য মনোনিত হয়েছেন সমাজকর্মী উৎপল গুহ রনি।”