নাসিরনগরের প্রতিভাবান তরুণ কবি সৈয়দ মোনাব্বির আহমেদ তনন হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাব ঢাকায় বুধবার নদী নিরাপত্তার সামাজিক সংগঠন নোঙর এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে উপস্থিত হয়ে কবি তনন হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে একাত্মতা পোষণ করেন সামাজিক-সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের সম্মানিত ব্যক্তিবর্গ।
নোঙর বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি সুমন শামস এর সভাপতিত্ব মানববন্ধনে বক্তব্য রাখেন বুড়িগঙ্গা বাচাও আন্দোলনের আহবায়ক জনাব মিহির বিশ্বাস, নোঙর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার শামীম আহমেদ, সচেতন নগরবাসী’র জনাব রুস্তুম খান ।
সুমন শাম বলেন, নদীর জন্য যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করছে সেই নদী যোদ্ধাদের হত্যা করা মানে হচ্ছে বাংলাদেশের বুকে আঘাত করা। তাই অবিলম্বে এ তরুণ সংগঠক কে হত্যার সাথে যড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তিরসহ দেশের সকল পরিবেশবাদি নদী যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য মীর মোকাদ্দেস আলী শান্ত, দর্পণ জামিল, মোহাম্মদ মফিজুর রহমান ডাবলু, আমিনুল হক, ইয়াসিন আরাফাতসহ নোঙর কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।এ ছাড়াও উপস্থিত ছিলেন মো. মনিরুল ইসলাম সহ-সভাপতি, খালেদা মুন্নী সাধারণ সম্পাদক, শিপন কর্মকার অর্থ সম্পাদক, সোহেল খান প্রচার সম্পাদক, মো. সাইদুর রহমান জুয়েল প্রমুখ।
এ সময় বক্তারা কবি তনন হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়া যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন বক্তারা।